আইসিএবি-জবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সমঝোতা চুক্তি স্বাক্ষর

 জবি প্রতিনিধি    ১৩ জুন, ২০২৪ ১২:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মাঝে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে ৷ আইসিএবি ভবনে গতকাল বৃহস্পতিবার চুক্তিটি স্বাক্ষরিত হয় ৷

চুক্তির আওতায় জবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ১৩তম ব্যাচ (২০১৯-২০ সেশন) থেকে শিক্ষার্থীরা আইসিএবির ৪টি কোর্সে পাঠ মওকুফ পাবেন। পাশাপাশি কোর্স করার ক্ষেত্রে ভাতার পরিমাণ বাড়িয়ে ১৫-৩৫ হাজার টাকা করা হয়েছে চুক্তির আওতায় ৷ শিক্ষার্থীরা তাদের সিজিপিএ অনুযায়ী নির্ধারিত পরিমাণ ভাতা পাবেন ৷

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এবং আইসিএবির পক্ষে প্রতিষ্ঠানটির সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দীন চুক্তি স্বাক্ষর করেন।

জানা যায়, পাঠ মওকুফ (Exemption) নীতিমালা প্রণীত হবার পর আইসিএবি দেশের মধ্যে সর্বপ্রথম জবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সাথে চুক্তি করেছিল ২০১৭ সালে। সম্প্রতি নতুন সিপিএল নীতিমালা অনুমোদিত হয়। নতুন নীতিমালার অধীনেও একই বিভাগের সাথে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ বিষয়ে জবির হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, এই চুক্তির ফলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হবে ৷ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যাপ্ত পরিমাণ চার্টাড অ্যাকাউন্ট্যান্টস দরকার। সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের সুযোগ আরও বাড়বে এই উদ্যোগের ফলে।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এবং জবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মধ্যে আরেকটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির আওতায় জবির হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা আইসিএমএবির মোট ৬টি কোর্সে পাঠ মওকুফ পাচ্ছেন ৷

জবি প্রতিনিধি