দুপুরেই ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব জেলায়

 অনলাইন ডেস্ক    ৩১ জুলাই, ২০২৪ ১১:১৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে ঝড়-বৃষ্টির পরিমাণ। আজ বুধবার (৩১ জুলাই) দুপুর ১টার মধ্যে দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

এতে বলা হয়, দুপুর ১টার মধ্যে পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মৌসুমি বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আর সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

অনলাইন ডেস্ক