সাঈদীর গায়েবানা জানাজার অনুমতি নয়: ডিএমপি কমিশনার

 অনলাইন ডেস্ক    ১৫ আগষ্ট, ২০২৩ ১২:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা করতে দলটির নেতাকর্মীদের অনুমতি না দেওয়ার কথা আজ মঙ্গলবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

জামায়াত নেতার মৃত্যুতে তার দলের নেতাকর্মীরা বুধবার রাজধানীতে গায়েবানা জানাজা আয়োজন করেছে।

এটিকে ঘিরে পুলিশের প্রস্তুতি কি জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, আজ তারা যে তান্ডব করেছে। তাদের গায়েবি জানাজার অনুমতি দেওয়া হবে না। আমরা দিবো না।

গত সোমবার রাত ৮ টা ৪০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী মারা যান।

আরও পড়ুন: মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে পতাকা উত্তোলন...

তার মৃত্যুর খবর শোনার পর রাজধানী শাহবাগ ও বিএসএমএমইউতে জড়ো হতে থাকে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা।

এক পর্যায়ে গভীর রাতে পুলিশের সাথে তাদের সংঘর্ষও হয়। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

ঘটনা তুলে ধরে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, রাতে জামায়াত শিবিরের কয়েক হাজার নেতাকর্মী শাহবাগ ও বিএসএমএমইউতে জড়ো হয়। এ সময় তারা দাবি তোলে সাঈদীর জানাজা পড়ে তারপর তারা মরদেহ নিয়ে যাবে।

আরও পড়ুন: পিরোজপুরে পৌঁছাল সাঈদীর মরদেহ...

আমরা বলেছিলাম, তাহলে এখনই জানাজা পড়ে নিয়ে যেতে পারেন। তারা বলে রাতে জানাজা পড়বেন না, পরে গায়েবানা জানাজা পড়বে। কিন্তু মরদেহ পিরোজপুর নিয়ে যাওয়ার সময় লাশবাহী গাড়ির সামনে কয়েক হাজার নেতাকর্মী গাড়ির সামনে শুয়ে পড়ে। তারা মরদেহ পিরোজপুরে নিতে বাঁধা দেয়।

ডিএমপি কমিশনার আরও বলেন, আমরা তখনও শক্তি প্রয়োগ করিনি। ফজরের পরে আবার তাদের সুযোগ দেওয়া হলো জানাজা পরে মরদেহ নিয়ে যেতে। কিন্তু তারা পুলিশকে বের করে দিয়ে বিএসএমএমইউ দখলে নিলো। তখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় সীমিত পরিসরে আমরা শক্তি প্রয়োগ করি।

অনলাইন ডেস্ক