পিরোজপুরে পৌঁছাল সাঈদীর মরদেহ

 অনলাইন ডেস্ক    ১৫ আগষ্ট, ২০২৩ ১১:২৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

মানবতাবিরোধী ও একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমইউ) হৃদরোগ বিভাগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

৮৩ বছর বয়সী এই জামায়াত নেতার হার্ট অ্যাটাক হয়েছিল, জানিয়েছেন বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবসে পতাকা উত্তোলন...

ব্যাপক পুলিশি পাহারায় আজ ভোর সাড়ে পাঁচ টার সময় সাঈদীর মরদেহবাহী ফ্রিজিং গাড়িতে করে তাকে পিরোজপুরের গ্রামের বাড়ি উদ্দেশ্যে রওনা দেয়। এরপর সকাল দশটার সময় পিরোজপুর সদরের সাঈদী ফাউন্ডেশনের সামনে মরদেহ পৌঁছায়।


এদিকে সাঈদীর মরদেহ পৌঁছানোর খবর শুনে সকালে থেকেই সাঈদী ফাউন্ডেশনের সামনে অনেক মানুষ জড়ো হতে শুরু করে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান বলেন, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে রয়েছে।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

অনলাইন ডেস্ক