নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে ঢাকায় দুই কানাডিয়ান পুলিশ

 অনলাইন ডেস্ক    ২৯ অক্টোবার, ২০২৩ ১৩:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে গতকাল রাত সাড়ে ১১টার সময় বাংলাদেশে এসেছেন কানাডার রয়্যাল মাউন্টেড পুলিশের দুই কর্মকর্তা।

আগামীকাল সোমবার ঢাকার কেরানীগঞ্জ অস্থায়ী আদালতে নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দেবেন কানাডিয়ান রয়েল পুলিশ। তারা এখন রাজধানীর একটি আবাসিক হোটেলে আছেন।

এর আগে গত ১৯ অক্টোবর নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে তাদের বিরুদ্ধে সমন জারি করেছিলেন ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালত।

আরও পড়ুন: মানিকগঞ্জে যাত্রী সেজে বাসে আগুন...

কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেন।

এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

এরপর গত ১৯ মার্চ মাসে আদালত এ মামলার বিচার শুরুর আদেশ দেন।

অনলাইন ডেস্ক