রাজারবাগ পুলিশ হাসপাতালে আগুন

 অনলাইন ডেস্ক    ২৮ অক্টোবার, ২০২৩ ১৮:১০:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

রাজারবাগ পুলিশ হাসপাতালে আজ শনিবার বিকেল সাড়ে ৩টার সময় আগুন ধরিয়ে দিয়েছেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেল থেকে হাসপাতালে আগুন ধরিয়ে দেয়ার বিষয়টি জানানো হয়েছে।

ডিএমপি বলেন, বিএনপির হামলায় রাজারবাগ পুলিশ হাসপাতালে ২২ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন: প্রধান বিচারপতির বাসভবনে হামলা...

এর আগে, রাজধানীর বিজয়নগরে পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। কালভার্ট মোড়, পুরানা পল্টন ও সেগুন বাগিচা—এই তিন দিক থেকে ঘেরাও করে পুলিশকে আক্রমণ করেছেন বিএনপিসহ সমমনা দল ও জোটের নেতাকর্মীরা। ওই সময় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যের নাম সামাদ। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আগুন দেয়া পুলিশ বক্সে চরফ্যাশন ও মনপুরা উপজেলা বিএনপির ক্যাপ পড়ে থাকতে দেখা গেছে।

অনলাইন ডেস্ক