পদত্যাগ করলেন অ্যাড. ইয়ারুল ইসলাম

 অনলাইন ডেস্ক    ২১ নভেম্বার, ২০২৩ ১২:৩৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 30 বার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার লক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। তিনি গত সোমবার (২০ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর এ পদত্যাগ পত্র পাঠিয়েছেন।

অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর শহরের পুরাতন বাস স্ট্যান্ড পাড়ার মৃত ফহিম উদ্দিনের ছেলে।

তিনি ছাত্রলীগ থেকে রাজনৈতিক জীবন শুরু করেন। মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি এবং পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন: দুলাভাইয়ের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় বিপাকে পপি, পাল্টা অভিযোগ এলাকাবাসীর...

অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর-১ সংসদীয় আসন থেকে এমপি প্রার্থী হিসেবে দীর্ঘদিন যাবত গণসংযোগ করেছেন।

অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পাশাপাশি তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনলাইন ডেস্ক