ঐতিহাসিক মুজিবনগর দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু

 তরিকুল ইসলাম    ১৭ এপ্রিল, ২০২৪ ১১:২০:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ দিবসটি উপলক্ষে আজ বুধবার (১৭ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে রাষ্ট্রীয় অতিথিরা উপস্থিত হয়ে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

সকাল সাড়ে নয়টার সময় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ বাহিনী, বিজিবি, আনসার, গার্লস গাইড ও স্কুল কলেজের শিক্ষার্থী কর্তৃক গার্ড অব অনার প্রদান ও কুচকাওয়াজ প্রদর্শণ করা হয়েছে।

সকাল সোয়া দশটার সময় আনসার ভিডিপি কর্তৃক মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে “সোনালী স্বপ্নের দেশ” শিরোনামে গীতিনাট্য উপস্থাপনা করা হয়েছে।

বেলা ১১টার সময় মুজিবনগর শেখ হসিনা মঞ্চে ঐতিহাসিক মুজিবনগর দিবসের পটভূমি ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখবেন সরকারের মন্ত্রীবর্গ, আওয়ামী লীগের কেন্দ্রিয় ও স্থানীয় নেতারা।

ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, এমপি।

আরও পড়ুন: জরুরি বৈঠকে সালমানের বাড়িতে মুখ্যমন্ত্রী!...

বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য কাজি জাফর উল্লাহ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, রাজশাহী সিটি কর্পরেশনের মেয়র খাইরুজ্জামান লিটন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি, এমপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন, সৈয়দা জাকিয়া নুর এমপি, পারভিন জামান এমপি, এ্যাড গ্লোরিয়া সরকার ঝর্ণা, নির্মল কুমার চ্যাটার্জি, মেহেরপুর-২ গাংনী আসনের এমপি এ এস এম নাজমুল হক সাগর, মেহেরপুরের আশপাশ জেলার মাননীয় সংসদ সদস্যগণ সহ আ’লীগের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।

তরিকুল ইসলাম