দিনাজপুরে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

 অনলাইন ডেস্ক    ১৮ জানুয়ারী, ২০২৪ ১২:৩৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 10 বার

দিনাজপুরে বয়ে চলেছে মৃদু শৈত্য প্রবাহ। চলতি মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা চলছে এ জেলায়। তবে কুয়াশা অন্যান্য দিনের তুলনায় একটু কম হলেও বেড়েছে শীতের তীব্রতা।

ঠান্ডায় সব চেয়ে বিপাকে রয়েছে নিম্ন আয়ের মানুষ। অনেকেই খরকুটো জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছেন। আবার শীত উপেক্ষা করেই কেউ কেউ চলছেন কাজের সন্ধানে।

আরও পড়ুন: খাগড়াছড়ির রামগড়ে ৫৬২ পিস ইয়াবাসহ ৫ যুবক আটক...

দিনাজপুরে আঞ্চলিক আবহাওয়া অফিসের তথ্য মতে, বুধবার এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ ডিগ্রী সেলসিয়াস। যা এ জেলায় চলতি শীতের সর্বনিম্ন তাপমাত্রা এবং বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

আকাশ কিছুটা পরিস্কার হওয়ায় ঠান্ডা বেড়েছে বলে জানান আবহাওয়া অফিসের কর্মকর্তারা।

অনলাইন ডেস্ক