দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে প্রতীক বরাদ্দ

 অনলাইন ডেস্ক    ১৮ ডিসেম্বার, ২০২৩ ১৪:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে আজ সোমবার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টার সময় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

মেহেরপুর-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনকে (নৌকা) প্রতীক তুলে দেন রিটার্নিং অফিসার এবং জেলা প্রশাসক মোঃ শামীম হাসান। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনের পক্ষে থেকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস (নৌকা) প্রতীক গ্রহণ করেন।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আব্দুল মান্নান নিজে উপস্থিত থেকে (ট্রাক) প্রতিক গ্রহণ করেন। সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী মোঃ জয়নাল আবেদিনের পক্ষে থেকে শ্যালক নুরুল ইসলাম (ঈগল) প্রতীক গ্রহণ করেন।

আরও পড়ুন: মেহেরপুর ১ ও ২ আসন থেকে ৫ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার...

মেহেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আব্দুল হামিদ (লাঙ্গল), জেলা ন্যাশনাল পিপলস পার্টির সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম লিটন (আম) এবং কৃষক মুক্তি জোটের মোঃ বাবুল জোমকে (ছড়ি) মার্কা প্রতীক লাভ করেন।

প্রতীক বরাদ্দের সময় সরকারি রিটারিং কর্মকর্তা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা, জেলা নির্বাচন অফিসার মোঃ ওয়ালিল্লাহ সেখানে উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক