মেহেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

 নিজস্ব প্রতিবেদক    ২৫ মার্চ, ২০২৪ ১৭:৪৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

মেহেরপুর জেলা প্রশাসকের আয়োজনে আজ সোমবার (২৫ শে মার্চ) সকাল ১০ টার সময় জেলা শিল্পকলা একাডেমীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনী খাতুনের সঞ্চালনায় এবং স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ শামীম হোসেন সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম হাসান।

এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনীর।

আরও পড়ুন: আজ রাত ১১টায় ১ মিনিটের জন্য অন্ধকার থাকবে দেশ...

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এস এম নাজমুল হক বিপিএম বার, পিপিএম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম, দেবাংশু বিশ্বাস, মোঃ আবীর হোসেন, তানজিনা শারমিন দৃষ্টি, রিফাত জাহানসহ অন্যান্য ব্যক্তিরা।

নিজস্ব প্রতিবেদক