সড়ক দুর্ঘটনায় মারা গেলেন সুনামগঞ্জের জনপ্রিয় শিল্পী পাগল হাসান

 অনলাইন ডেস্ক    ১৮ এপ্রিল, ২০২৪ ১২:৫৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

সুনামগঞ্জের জনপ্রিয় বাউল শিল্পী পাগল হাসান আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার সময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের সুরমা ব্রিজ এলাকায় মিনিবাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন।

নিহতরা হলেন, ছাতক উপজেলার শিমুলতলা গ্রামের দিলশাদ মিয়ার ছেলে মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান (৩৫) ও আহাদ আলীর ছেলে সত্তার মিয়া (৫৩)।

এ ঘটনায় রুকন মিয়া বলেন, কয়েছ মিয়া ও জাহাঙ্গীর আলম নামের তিনযাত্রী আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: জাবিতে বাংলা বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত...

ছাতকের সার্কেল এসপি রনজয় চন্দ্র মল্লিক বলেন, সকালে গোবিন্দগঞ্জ থেকে ছাতকগামী একটি মিনিবাস এর সঙ্গে শিমুলতলাগামী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এসময় ঘটনাস্থলে পাগল হাসান ও সিএনজি চালক সত্তার মিয়া মারা যান। পুলিশ ঘটনাস্থল অবস্থান করছে।

অনলাইন ডেস্ক