প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে গণসংবর্ধনা দিলেন - মারমা উন্নয়ন সংসদ

 মোঃ আনোয়ার হোসেন জীবন, খাগড়াছড়ি    ১ জানুয়ারী, ১৯৭০ ০৬:০০:০০নিউজটি দেখা হয়েছে মোট 1 বার

মারমা উন্নয়ন সংসদ উদ্যোগে শনিবার বিকেলে মারমা উন্নয়ন সংসদ সদর শাখা প্রাঙ্গনে খাগড়াছড়ি আসন থেকে তৃতীয় বারের মতো নির্বাচিত সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে নবনিযুক্ত প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা গণসংবর্ধনা দেয়া হয়েছে।

জেলা পরিষদ জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী ও সাংবাদিক চিংমেপ্রু মারমা সঞ্চালনায় এবং মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটি'র সভাপতি মংপ্রু চৌধুরী সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, সম্প্রীতি বন্ধনে একসাথে সকলে মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুষম বন্টন নিশ্চিত করবো।


তিনি আরো বলেন, মারমা জাতির উন্নয়নের সর্বোচ্চ চেষ্টা করবো সহযোগিতার করার।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি, সৌদি আরবে গ্রেফতার-২...

গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী, মংসার্কেলে রাজা সাচিংপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে সাবেক চেয়ারম্যান কংজরী চৌধুরী, চাইথোঅং মারমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী ও মাউস কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি ম্রাগ্য মারমা।


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদস্য ক্যজরী মারমা, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মংনু মারমা বলে, মারমা উন্নয়ন সংসদ সদর শাখা কমিটির সাধারণ সম্পাদক নিংঅ মারসা, আওয়ামীলীগ নেত্রী বাঁশরী মারমাসহ তৃণমূল পর্যায়ে জনপ্রতিনিধি, পানছড়ি, গুইমারা, মাটিরাঙ্গা, রামগড়, লক্ষীছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, সিদুকছড়ি, গুগড়াছড়ি, মারমা উন্নয়ন সংসদ সদর শাখা, মারমা যু্ব কল্যাণ সংসদ সুশীল সমাজের গন্যমান্য ব্যক্তিবৃন্দরা।

মোঃ আনোয়ার হোসেন জীবন, খাগড়াছড়ি