আজ সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’

 অনলাইন ডেস্ক    ১০ জুলাই, ২০২৪ ১১:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 2 বার

কোটা সংস্কার এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করে আসছে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় এবার সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছেন তারা।

আজ বুধবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে সারা দেশে সড়ক-মহাসড়ক ও রেলপথ অবরোধ করে ‘বাংলা ব্লকেড’ পালনের আহ্বান জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ কর্মসূচির ফলে রাজধানীসহ দেশের বড় শহরগুলো তীব্র যানজটের কবলে পড়তে পারে।

মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এই ঘোষণা দেন।

আরও পড়ুন: ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৮...

তারা জানান, বুধবার থেকে সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচি থাকবে। সকাল ১০টা থেকে ব্লকেড কর্মসূচি শুরু হবে। সড়ক ও রেলপথ ব্লকেডের আওতাভুক্ত থাকবে।

তবে সাংবাদিক ও জরুরি সেবার পরিবহনগুলো এই ব্লকেড কর্মসূচির আওতামুক্ত থাকবে।

অনলাইন ডেস্ক