মাদারীপুরে আধুনিক বাস টার্মিনাল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১৪ নভেম্বার, ২০২৩ ১৭:৪০:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

মাদারীপুরে ২৪ কোটি ব্যয়ে আধুনিক বাস টার্মিনাল আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।

এই সময় মাদারীপুরের পৌর মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম ও মাদারীপুর পৌ চরমুগরিয়া কমিউনিটি সেন্টার কাম মার্কেটেরও উদ্বোধন করেন তিনি।

মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ জানান, পদ্মা সেতু চালুর পর জেলায় যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। আধুনিক এ বাস টার্মিনাল চালু হওয়ায় একসাথে দেড়শ গাড়ি পার্কিং করা যাবে। এতে সড়কে কমবে ভোগান্তি; অন্যদিকে হ্রাস পাবে দুর্ঘটনা।

আরও পড়ুন: এক মণ দুধে গোসল করে কখনো বিয়ে না করার শপথ যুবকের...

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান বলেন, শুধু মাদারীপুর জেলাতেই নয়, দেশব্যাপী গত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে, এটা দেখেই দেশের জনগণ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনবে।

অনলাইন ডেস্ক