খাগড়াছড়িতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬০ টি ফুলের দোকান

 অনলাইন ডেস্ক    ১৭ মে, ২০২৩ ১১:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 3 বার

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় বাসস্টেশন এলাকার ফুলের দোকানে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার (১৭ মে) রাত ১টার সময়। ঘটনায় পুড়ে যায় ৬০ টি ফুলের দোকান।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে প্রথমে একটি দোকানে আগুন লাগে, এরপর একে একে পুড়ে ছাই হয় ৬০ টি দোকান।

দীঘিনালায় বাসস্টেশন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ২টি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছায়। এরপর প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টায় ফায়ার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস জানায়, দীঘিনালা বাসস্টেশন এলাকার একটি ফুলের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে বাসস্টেশনের কাঁচা ও আধাপাকা ৬০টি দোকান মুহূর্তের মধ্যে পুড়ে যায়। এ সময় কোনো দোকানি মালামালই বের করতে পারেননি।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী জানান, খবর পেয়ে খাগড়াছড়ি ও দীঘিনালা থেকে দুটি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টায় আগুন নিয়ন্ত্রণে আনে। উক্ত ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।


অনলাইন ডেস্ক