বগুড়ায় হিমাগার থেকে ফের ২ লক্ষাধিক ডিম উদ্ধার

 অনলাইন ডেস্ক    ২২ মে, ২০২৪ ১৬:০৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 2 বার

বগুড়া সদরের একটি হিমাগার থেকে কৃত্রিম সংকটের জন্য মজুদ রাখা ২ লাখ ১৮ হাজারের বেশি ডিমের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (২১ মে) দুপুরে সদর উপজেলার এরুলিয়া এলাকার কাফেলা হিমাগারে অভিযান চালিয়ে মজুদ রাখা এসব ডিম উদ্ধার করা হয়।

ডিমগুলো উদ্ধারের পর তা আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে বাজারে বিক্রির নির্দেশ দিয়েছেন আদালত। বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরীর নেতৃত্বে এই আদালত পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার জানান, কাফেলা হিমাগারে আলুর সাথে একই চেম্বারে বিপুল পরিমাণ ডিম মজুদ রাখা হয়েছে- এমন খবরে সেখানে অভিযান চালান তারা।

আরও পড়ুন: জবির ১১ ব্যাচের সাবেক শিক্ষার্থী হলেন উপজেলা ভাইস চেয়ারম্যান...

অভিযানে হিমাগারটি থেকে এক মাসেরও বেশি সময় ধরে মজুদ রাখা ২ লাখ ১৮ হাজার ১৭৯টি ডিম পাওয়া যায়। পরে অবৈধভাবে ডিম মজুরের দায়ে হিমাগার মালিককে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অনলাইন ডেস্ক