মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় সিটিটিসির অভিযান, আটক ৮

 অনলাইন ডেস্ক    ১২ আগষ্ট, ২০২৩ ১১:৪৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 35 বার

মৌলভীবাজারের কুলাউড়ার দুর্গম পাহাড়ি এলাকায় আজ শনিবার (১২ আগস্ট) ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

ওই অভিযানে আট জনকে করেছেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড (সিটিটিসি)।

অভিযান এখনও চলছে। অভিযান শেষে গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে খবর পেয়ে শুক্রবার রাত আটটা থেকে কুলাউড়া উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামের ওই বাড়িটা কে ঘিরে রাখা হয়।

আরও পড়ুন: কক্সবাজারে বন্যার পানিতে ভেসে উঠল ৪ শিশুর মরদেহ...

ওই বাড়িতে ছিলেন চার জন পুরুষ ও চার জন নারী।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক বিষয়টি নিশ্চিত করেন।

কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম বলেন, ইউনিয়নের পূর্ব টাট্টি উলি গ্রামে বাইশালী বাড়ি এলাকায় টিলার উপর নতুন নির্মাণ করা একটি বাড়ি ঘিরে রেখেছে (সিটিটিসি)।

তিনি আরও বলেন, নিরাপত্তার কারণে কোনো মানুষকে ওই এলাকায় যেতে দেয়া হচ্ছে না।

অনলাইন ডেস্ক