ফরহাদ হোসেন মন্ত্রী হওয়ায় মেহেরপুরে মিষ্টি বিতরণ

 নিজস্ব প্রতিবেদক    ১২ জানুয়ারী, ২০২৪ ১০:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

টানা তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে এবার প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ৮টার সময় মেহেরপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে মিষ্টি বিতরণ করেন।

এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহীন, জেলা আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুলসহ দলের নেতাকর্মীরা একে-অপরকে মিষ্টিমুখ করান। পরে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।


এর আগে সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যরা বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করেন। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

আরও পড়ুন: প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হলেন ফরহাদ হোসেন...

এর মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। শেখ হাসিনা সব মিলিয়ে পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হলেন।

এর আগের সরকারের মেয়াদে ফরহাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। মেহেরপুর-১ আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক