গাংনী উপজেলা নির্বাচনের শেষ সময়ে সরে দাঁড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা

 নিজস্ব প্রতিবেদক    ১৫ মে, ২০২৪ ১৭:১১:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

ষষ্ঠ গাংনী উপজেলা পরিষদ নির্বাচনের মাত্র এক সপ্তাহ বাকী। শেষ সময়ে নির্বাচন থেকে একে একে করে সরে দাঁড়াচ্ছেন চেয়ারম্যান প্রার্থীরা। উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের ভোট আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।

শুরুতে নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থী প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে ভোট যুদ্ধ শুরু করেন।

নির্বাচনের প্রচার প্রচারণার মাঝ পথ থেকে একে একে করে তিন জন চেয়ারম্যান প্রার্থী সরে দাঁড়ান।

আরও পড়ুন: সাজিদ আহমেদ কবিতা আবৃতি করে জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জন...

গত রবিবার লাইলা আরজুমান বানু, সোমবার মাশাররফ হোসেন এবং মঙ্গলবার শফিকুল আলম সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এভাবে নির্বাচন থেকে সরে যাওয়ার কারণ প্রর্থীরা ব্যাখ্যা করলেও সাধারণ ভোটারদের মাঝে তৈরী হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

এই নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১১ প্রার্থী মাঠে লড়বেন।

নিজস্ব প্রতিবেদক