গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা

 নিজস্ব প্রতিবেদক    ২২ মে, ২০২৪ ০৯:৩৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 25 বার

মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে (আনারস) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। তিনি ৩৩ হাজার ৭২৩ ভোট পেয়েছে। তবে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এসেছে নতুন মুখ।

গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে মঙ্গলবার রাত সাড়ে দশটার সময় এ ফলাফল ঘোষণা করেন সহকারি রির্টার্নিং কর্মকর্তা।

চেয়ারম্যান পদে এম এ খালেক (আনারস) প্রতীক নিয়ে ৩৩ হাজার ৭২৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল (হেলিকপ্টার) পেয়েছেন ২৮ হাজার ২৯৩ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন ফারুক হাসান। তিনি (টিউবওয়েল) প্রতীক নিয়ে ৪৭ হাজার ৩৯৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী দেলোয়ার হোসেন মিঠু (তালা) প্রতীকে ৩২ হাজার ৬০৪ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন নাছিমা খাতুন। তিনি (ফুটবল) প্রতীকে ৩৫ হাজার ৪০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন (হাঁস) ৩২ হাজার ৮৫৭ ভোট পেয়েছেন।

গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে মোট পোল হয়েছে ৮০ হাজার ২৮১ ভোট। রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, গাংনী উপজেলাতে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৭৫৪ জন।

নিজস্ব প্রতিবেদক