দুর্ঘটনা এড়াতে যে পদক্ষেপ নিল ফায়ার সার্ভিস

 অনলাইন ডেস্ক    ২৫ জুলাই, ২০২৩ ১৮:২৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

নারায়ণগঞ্জের ফতুল্লায় আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দেয়ার সময় ফায়ার সার্ভিসের গাড়িচালক মো. জাহাঙ্গীর হোসেন (৪৯) হৃদরোগে আক্রান্ত হয়ে গাড়ি চালানো অবস্থায় মারা যান।

তখন ফায়ার সার্ভিসের পানি বহনকারী সেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রিবাহী বাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন পথচারীর মৃত্যু হয়।

গত সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার সময় নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সান্ত্বনা মার্কেটের সামনে দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: রামপুরায় ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত...

এই ঘটনায় এখন পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

নিহতরা হলেন,ফায়ার সার্ভিসের গাড়িচালক মো. জাহাঙ্গীর হোসেন (৪৯), ঝিনাইদহের আমজাদ হোসেন (৫২), অটোরিকশাচালক সিরাজুল ইসলাম (৪০) এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগের কর্মী শাহাবুদ্দিন শাবু (৪৫)।

ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত সব গাড়িচালকের মেডিকেল চেক আপের উদ্যোগ নেওয়া এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

অনলাইন ডেস্ক