মেহেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

 নিজস্ব প্রতিবেদক    ৭ মার্চ, ২০২৪ ১৫:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

মেহেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল নয়টার সময় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিশেষ ভাবে নির্মিত মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।

মেহেরপুর জেলাবাসীর পক্ষে থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুল আহসান।

রপর সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিট্টেট রনি খাতুনের সঞ্চালনায় এবং ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উক্ত আলোচনা সভায় বঙ্গবন্ধু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেশের মানুষের জন্য আন্দোলন-সংগ্রাম ইতিহাস তুলে ধরা হয়।

আরও পড়ুন: কেজিপ্রতি খেজুর মিলবে ১৫০ টাকায়...

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজাহারুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, সদস্য শামীম আরা হীরা, ছাত্র সায়মুল আলম সাকি, ছাত্রী সামিহা রেজাসহ আরও অনেকেই।

নিজস্ব প্রতিবেদক