গাংনীতে আইসক্রিম কারখানায় জরিমানা

 তরিকুল ইসলাম    ২৪ এপ্রিল, ২০২৪ ১৮:৫৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

অনুমোদনহীন আইসক্রিম কারখানায় আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুরে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মেহেরপুরের গাংনীর হাড়াভাঙ্গা গ্রামে আইকন বেভারেজ নামের এক কারখানায় অভিযান পরিচালিত হয়।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক সজল আহমেদ জানান, আইকন বেভারেজ নামের একটি আইসক্রিম কারখানার কোন অনুমোদন নেই। বিভিন্ন ধরনের কেমিক্যাল ও ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরী করা হচ্ছিল।

আরও পড়ুন: বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে ২৬ এপ্রিল আরএমপির নিষেধাজ্ঞা আরোপ...

তিনি আরও জোনান, অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সেই সাথে আইসক্রীমে ব্যবহৃত বিভিন্ন ধরনের কেমিক্যাল ও ফ্লেভার জব্দ করা হয়েছে।

তরিকুল ইসলাম