গাংনীতে তিন ব্যবসায়ীর ১২ হাজার টাকা জরিমানা

 নিজস্ব প্রতিবেদক    ২০ ডিসেম্বার, ২০২৩ ১৮:৫৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 32 বার

মেহেরপুরের গাংনীতে আজ বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে মেহেরপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ গাংনী উপজেলার চৌগাছা ও সাহারবাটি বাজারে পৃথক অভিযান চালিয়ে বেকারি ও ফার্মেসী, মিষ্টি ব্যবসায়ীদের কাছ থেকে ১২ হাজার টাকা জরিমানা করেন।

তিনি জানান, চৌগাছা বাজারের মেসার্স স্বপছোয়া বেকারি অস্বাস্থ্যকর প্রক্রিয়ার খাদ্যপণ্য তৈরি, খাবারে নিষিদ্ধ জিনিস ব্যবহার, মেয়াদ উত্তীর্ণ জিনিস ব্যবহার, মুল্য ওজন, মোড়কীকরণ বিধি অমান্য করায় প্রতিষ্ঠানের মালিক নাহারুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ ও ৪৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: মেহেরপুরে ১২ বোতল বিদেশি মদসহ আটক-২...

সজল আহমেদ আরও বলেন, গাংনী উপজেলার সাহারবাটি বাজারে মেসার্স জেরিন ফার্মেসীতে অভিযান চালিয়ে প্রচুর মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক জয়নাল আবেদিনকে একই আইনের ৫১ ধারায় ৫হাজার টাকা ও মেসার্স আরাফাত মিষ্টান্ন ভান্ডারের মালিক রাজুকে ৩৭ ও ৪৩ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় সকলকে ভোক্তা অধিকার বিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য সতর্কসহ ব্যবসায়ী ও জনসাধারণকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও গাংনী উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মশিউর রহমান।

নিজস্ব প্রতিবেদক