মেহেরপুরে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব

 নিজস্ব প্রতিবেদক    ২৮ মে, ২০২৪ ১২:৩০:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

মেহেরপুরে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব পড়েছে। রবিবার সন্ধ্যা থেকে সোমবার পর্যন্ত অবিরম গতিতে বৃষ্টির সাথে ঝড় হওয়া শুরু হয়।

বৃষ্টিপাতের ফলে মেহেরপুরের শিক্ষা প্রতিষ্ঠানসহ অফিস আদালতে মানুষজনের উপস্থিতি কম দেখা গেছে। সড়ক গুলোতে যানবাহন চলাচল খুব একটা করতে দেখা যায়নি।

জরুরী কাজ ছাড়া মানুষজন ঘর থেকে বাইরে বের হয়নি। সকাল থেকে মেহেরপুর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গাছ উপড়ে পড়ে বিদ্যুতের তার ক্ষতি হওয়ার কারণে বিদ্যুৎ চলে যায় বলে বিদ্যুৎ বিভাগ জানিয়েছেন।

আরও পড়ুন: কারণ ছাড়াই জবির কেন্দ্রীয় মসজিদের ইমামকে ইমামতি করতে নিষেধ...

রিমালের প্রভাবে মেহেরপুরের আকাশে সূর্যের মুখ দেখা যায়নি। সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান আবহাওয়া অফিস। মেহেরপুরে অনেক স্থানে বেশ কিছু গাছ উপড়ে পড়ে গেছে বলে খবর পাওয়া য়ায়।

নিজস্ব প্রতিবেদক