মেহেরপুরে জাল ভোট দেওয়ার চেষ্টায় আটক-২

 নিজস্ব প্রতিবেদ    ৭ জানুয়ারী, ২০২৪ ১৩:১২:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ আজ রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। মেহেরপুরে-১ সংসদীয় আসনে জাল ভোট দেওয়ার সময় দুইজনকে আটক করেছে প্রশাসন।

মেহেরপুর শহরের এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ও সদর উপজেলার কাঠালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় দুইজনকে আটক করা হয়।

এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে থানাপাড়ার মফিজুল নামের এক যুবক এবং কাঠালপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে থেকে মাসুদ নামের এক যুবককে আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন: খাগড়াছড়ির গোলাবাড়িতে উৎসব মুখর পরিবেশে চলছে ভোট প্রদান...

কাঠালপোতা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওমর ফারুক আটকের বিষয়টি নিশ্চিত করেন।

সদর উপজেলার এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আবুল কালাম আজাদ জাল ভোট সংক্রান্ত বিষয়টি অস্বীকার করেছেন।

নিজস্ব প্রতিবেদ