লোহাগড়ায় নির্বাচন আচরনবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান ও ভাইচ চেয়ারম্যান প্রার্থীকে জরিমানা

 মোঃ সাব্বির জমাদ্দার, লোহাগড়া    ১৮ মে, ২০২৪ ১৮:২১:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

নড়াইলের লোহাগড়া উপজেলায় নির্বাচনের আচরনবিধি ভঙ্গের দায়ে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মুন্সী নজরুল ইসলামকে ১০ হাজার টাকা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী এফ আর রোমান রায়হানকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১৭ মে) দুপুরে থেকে বিকাল পর্যন্ত লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বাজার এলাকায় নির্বাচনী প্রচারনা চলাকালে আচরনবিধি ভঙ্গের দায়ে এই জরিমানা করেন নির্বাচনী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, দেয়ালে পোষ্টার এবং ওয়ার্ডে একের অধিক নির্বাচনী ক্যাম্প করায় এবং মোটরসাইকেল শোভাযাত্রাসহ নির্বাচনীয় আচরণবিধি লঙ্ঘনের দায়ে দোয়াত কলম প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুন্সী নজরুল ইসলাম কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: শেষ সময় প্রচার-প্রচারণায় ব্যস্ত আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ফয়জুল হক রোম...

অপরদিকে একই দায়ে টিয়া পাখি প্রতিকের ভাইস চেয়ারম্যান প্রার্থী এফ আর রোমান রায়হান কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরিন জাহান জানান, আচরনবিধির ধারার ব্যাত্তই ঘটায় প্রার্থীদের আগে সতর্ক করা হচ্ছে। প্রার্থীরা নিয়ম না মানলে আইন মোতাবেক জরিমানাসহ আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। নির্বাচনের আগ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

মোঃ সাব্বির জমাদ্দার, লোহাগড়া