আপনাদের চেয়ে আমাদের আনন্দ বেশি, মণ্ডপে গিয়ে বললেন মাশরাফী

 অনলাইন ডেস্ক    ২৩ অক্টোবার, ২০২৩ ১৬:৪২:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে রোববার দুপুরে লোহাগড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা।

মাশরাফী বলেন, আপনাদের পূজা মণ্ডপের ছাদ হয়েছে, সংস্কার হচ্ছে। আপনাদের উন্নয়ন হচ্ছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকায়। আপনাদের আরও উন্নয়ন হবে প্রধানমন্ত্রীকে পুনরায় ক্ষমতায় আনলে।

আপনাদের কাছে চাওয়া পাওয়ার কিছু নেই। আপনাদের হাসিখুশি মুখ দেখলেই আমাদের ভালো লাগে। আপনারা আনন্দিত তার মানে, আপনাদের মুখ দেখে বোঝা যায় আমরা কাজ করছি। আপনাদের মন্দিরের ছাদ হয়েছে। এটা দিয়েছেন প্রধানমন্ত্রী, বাহক হয়ে শুধু আপনাদের কাছে পৌঁছে দিয়েছি।

আরও পড়ুন: শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ...

আশা করি, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী করে ক্ষমতায় আনলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নড়াইলের চিত্র পাল্টে দেবেন।

সংসদ সদস্য মাশরাফী আরও বলেন, পূজায় তোমাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে আমরা তোমাদের মণ্ডপগুলো ঘুরছি, তোমাদের চেয়ে আমাদের আনন্দ বেশি।'

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী সকাল থেকে রাত পর্যন্ত বিরতিহীনভাবে লোহাগড়া উপজেলার দিঘলিয়া, ইতনা, লোহাগড়া ইউনিয়ন, লোহাগড়া পৌরসভাসহ নড়াইল সদরের পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন।

অনলাইন ডেস্ক