ইবির বঙ্গবন্ধু হল প্রভোস্টের দায়িত্ব নিলেন অধ্যাপক ড. শফিকুল

 ইবি প্রতিনিধি    ২০ এপ্রিল, ২০২৪ ১৪:১৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম।

আজ শনিবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার সময় হল প্রভোস্টের কার্যালয়ে সদ্য বিদায়ী প্রভোস্ট অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন নবনিযুক্ত প্রভোস্টকে তার দায়িত্ব বুঝিয়ে দেন।

এ সময় প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক এবং হলের শিক্ষার্থীদের উপস্থিতিতে নবনিযুক্ত প্রভোস্টকে ফুল এবং ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে স্বাগত জানানো হয়।

এর আগে, গত ৩০ মার্চ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর শফিকুল ইসলাম কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নতুন প্রভোস্ট হিসেবে নিয়োগ প্রদান করা হয়।

আরও পড়ুন: গাংনীতে কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত...

আদেশে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোষ্ট হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যবস্থপনা বিভাগের অধ্যাপক ড. মোঃ মাহবুবুল আরফিন-এর মেয়াদ শেষ হওয়ায় ৩০ মার্চ থেকে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম-কে পরবর্তী ১ (এক) বছরের জন্য উক্ত হলের প্রভোষ্ট হিসেবে উপাচার্য মহোদয় নিয়োগদান করেছেন।

এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ সুবিধা পাবেন। এ বিষয়ে নতুন দায়িত্ব গ্রহনের পর অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম বলেন, আমি বঙ্গবন্ধু হলের ছাত্র ছিলাম। হলের ছাত্র হিসেবে এই হলের প্রথম প্রভোস্ট আমি। আমি আমার হল জীবনে হলে থাকাকালীন একদিনও হলের বাইরে খাবার খাই নি।

হলের ছোটখাটো বিষয় আমার জানা আছে। আমি নিজে স্বপ্ন দেখতে পছন্দ করি এবং এই হলের ছাত্রদের আমি স্বপ্ন দেখাতে চাই। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে যেনো এই বঙ্গবন্ধুর নামের হলের ছাত্ররা অবদান রাখতে পারে সেই প্রত্যাশা ব্যক্ত করছি।

ইবি প্রতিনিধি