এবার পাহাড়ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু

 অনলাইন ডেস্ক    ২১ জুন, ২০২৪ ১২:২৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 19 বার

কক্সবাজার শহরের বাদশাঘোনা এলাকায় পাহাড়ধসে ঘুমন্ত স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২১ জুন) ভোর রাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাদশাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কাউন্সিলর হেলাল উদ্দিন।

নিহতরা হলেন, ওই এলাকার নজির হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (২৬) ও মাইমুনা আক্তার (২০)। তারা দুজন স্বামী-স্ত্রী। নিহত আনোয়ার স্থানীয় একটি মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

তার স্ত্রী মাইমুনা ৫ মাসের গর্ভবতী ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন। জানা যায়, রাতে খাবার খেয়ে স্ত্রীসহ ঘুমিয়ে পড়েন আনোয়ার হোসেন। বৃহস্পতিবার মধ্যরাত থেকেই কক্সবাজার শহরে থেমে থেমে মাঝারি ও ভারি বৃষ্টি হচ্ছিল। রাত ৩টার দিকে মুষলধারে বৃষ্টি হয়।

আরও পড়ুন: প্রথম ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৭ হাজি...

একপর্যায়ে পাহাড়ের খাদের নিচে থাকা তাদের ঘরটির ওপর বড় একখণ্ড মাটি পড়ে। এতে দুজনই মাটি চাপা পড়ে মারা যান।

কাউন্সিলর হেলাল উদ্দিন বলেন, ঘটনার পর স্থানীয়রা দুজনকে উদ্ধার করেন। পরে তাদেরকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।

অনলাইন ডেস্ক