মেহেরপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

 নিজস্ব প্রতিবেদক    ২৫ ফেব্রুয়ারী, ২০২৪ ১৬:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 16 বার

মেহেরপুর সরকারি কলেজে আজ রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে মেহেরপুর সরকারি কলেজের খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বার্ষিক ক্রীড়া উপ-কমিটির আহবায়ক মোঃ খেদমত আলী মালিথার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.এ.কে.এম নজরুল কবীর।

তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রিয়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। মেহেরপুর সরকারি কলেজে মোট ১১ টি ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


এর মধ্যে হলো- ১০০ মিটার দৌড়, ২০০ মিটার দৌড়, ১৫০০ মিটার দৌড়, লৌহ গোলক নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, দীর্ঘ লম্ফ, পিলো পাসিং ও যেমন খুশি তেমন সাজো।

আরও পড়ুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘সেলস ফেয়ার-২০২৪’ অনুষ্ঠিত...

এর আগে, জাতীয় পতাকা, কলেজ পতাকা ও ক্রিয়া পতাকা উত্তোলন করে করা হয়। এরপর শপথ গ্রহণ, কবুতর উরানো ও প্রজ্বলিত মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিন, প্রফেসর খুরশিদ আলম, ফুয়াদ খান, মেহেরুন ডলি, আলমগীর হোসেন, এ.এইচ.এম রাশিদুল হকসহ প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক