বরিশালে সকাল থেকে গুড়িঁ গুঁড়ি বৃষ্টি

 নিজস্ব প্রতিবেদক    ১ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:৩৮:০০নিউজটি দেখা হয়েছে মোট 5 বার

বরিশালের বিভিন্ন জায়গায় আজ বৃহঃস্পতিবার (১ লা ফেব্রুয়ারি) সকাল থেকেই গুড়িঁ গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। এখন পর্যন্ত দেখা মেলেনি সূর্যের। হেডলাইট জালিয়ে রাস্তায় চলাচল করছে পন্যবাহীসহ সবধরনের গাড়ি ৷

বৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পরেছেন সব পেশার মানুষজন ৷ এদিকে শৈত্যপ্রবাহ কেটে যাওয়ার ফলে শীতে কিছুটা স্বস্তি ফিরেছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সপ্তাহজুড়ে বৃষ্টি থাকতে পারে ৷ গতকাল আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাস থাকবে।

আরও পড়ুন: জগন্নাথ বিশ্ববিদ্যালয়: বাসের সিটে বসায় ছাত্রীকে হুমকি ও অপদস্তের অভিযোগ...

প্রথম দিন রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

নিজস্ব প্রতিবেদক