জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার সময় জানালেন ইসি আনিছুর রহমান

 অনলাইন ডেস্ক    ১৪ অক্টোবার, ২০২৩ ১৩:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 11 বার

বাংলাদেশের নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান আজ শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে জেলা প্রশাসকদের নির্বাচনী প্রশিক্ষণের অনুষ্ঠানে তিনি বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী নভেম্বর মাসে।

এর আগে গত মাসে গাজীপুরে এক অনুষ্ঠানে বক্তব্যে তিনি বলেন, সংবিধান অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে নভেম্বরে আর আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে নির্বাচন।

আনিছুর রহমান বলেন, বিএনপির সঙ্গে সংলাপের আর সুযোগ নেই। তবে সুষ্ঠু নির্বাচনের জন্য আলোচনার পথ খোলা রয়েছে। নির্বাচনে অংশগ্রহণ করা সেটা নির্ভর করবে দলের সিদ্ধান্ত ও রাজনৈতিক সিদ্ধান্তের উপর। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

আরও পড়ুন: মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত...

এছাড়াও তিনি বলেন, আমরা নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করব। গত দেড় বছরে সব দলকে আমরা একাধিকবার আহ্বান জানিয়েছি; এখনও আমরা আহ্বান জানাচ্ছি তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করে। সেটা নির্ভর করবে রাজনৈতিক দলের সিদ্ধান্তের উপর। এ ক্ষেত্রে আমাদের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। আমরা সংবিধান অনুযায়ী নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি।

অনলাইন ডেস্ক