গাংনীতে আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

 তরিকুল ইসলাম    ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ১২:২৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

মেহেরপুরের গাংনী থানা পুলিশের অভিযানে রিপন আলী (৪৫) নামের এক আমৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাংনী থানা পুলিশের একটিদল পাবনা সদর এলাকায় র‌্যাব-১২ এর সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রিপন গাংনী উপজেলার আড়পাড়া গ্রামের আবুছদ্দীনের ছেলে।

গাংনী থানা পুলিশের সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারি আড়পাড়া গ্রামের আবুছদ্দীনের ছেলে রিপন আলী ও প্রতিবেশী মহাসিন আলীর পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় মহাসিন আলী নিহত হন।

ঘটনাকে কেন্দ্র করে নিহত মহাসিন আলীর পরিবারের পক্ষ থেকে গাংনী থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলা নং- এস/সি, ০৬/০৮ এবং ধারা ৩০২ ও ৩২৪ প্যানেল কোড।

আরও পড়ুন: আগামী মাসেই চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে...

মামলায় রিপন আলীকে প্রধান আসামি করে ৪ জনের নামে মামলা করা হয়। মামলার রায়ে ১ জন আসামি বেকসুর খালাস পেলেও রিপন আলীকে আমৃত্যু কারাদণ্ডসহ বাকী আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা হয়। মামলার রায়ের পর থেকে রিপন পলাতক ছিল।

গাংনী থানার ওসি (তদন্ত) মনজিৎ কুমার নন্দী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত রিপনকে আজ মঙ্গলবার মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।

তরিকুল ইসলাম