খাগড়াছড়ি পুলিশের উদ্যোগে চালু হলো ‘প্রবাসী সহায়তা ডেস্ক’

 নিজস্ব প্রতিবেদক    ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 6 বার

প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও হয়রানির সমাধানে খাগড়াছড়ি জেলা পুলিশের উদ্যোগে চালু হয়েছে ‘প্রবাসী সহায়তা ডেস্ক’। প্রবাসে থাকা খাগড়াছড়ি জেলার মানুষদের সকল ধরনের সহায়তা দেবে এই ডেস্ক।

খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে ‘প্রবাসী সহায়তা ডেস্ক’ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, ‘প্রবাসী সহায়তা ডেস্ক’-এর মাধ্যমে প্রবাসীরা ২৪ ঘণ্টা তাদের পারিবারিক সমস্যা, নিরাপত্তা বিষয়ক, পুলিশ ক্লিয়ারেন্স, আইনগত সহায়তাসহ বিভিন্ন সমস্যা ও হয়রানির বিষয়ে সব ধরনের সহায়তা পাবেন।

আরও পড়ুন: সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ...

প্রবাসে বসেই বাংলাদেশিরা হোয়াটসঅ্যাপ, ইমো, টেলিগ্রাম, ম্যাসেঞ্জারসহ অনলাইনের নানা প্ল্যাটফর্মের মাধ্যমে ডেস্কের সঙ্গে যোগাযোগ করতে পাবেন।

তিনি আরও বলেন, প্রবাসীরা দেশে এসে হয়রানির শিকার হবেন, আইনগত বিষয়ে দুয়ারে দুয়ারে ঘুরবেন-তা কোনভাবেই কাম্য হতে পারে না। তাদের সহযোগিতা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। সেই বোধ থেকেই সহায়তা ডেস্কের মাধ্যমে প্রবাসীদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয়েছে খাগড়াছড়ি জেলা পুলিশ।

নিজস্ব প্রতিবেদক