সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

 অনলাইন ডেস্ক    ১৩ ফেব্রুয়ারী, ২০২৪ ১১:০৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

পবিত্র রমজান মাসের সেহরি ও ইফতারের সময়সূচি গত সোমবার (১২ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন প্রকাশ করেছেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১২ বা ১৩ মার্চ। তবে রমজান ১২ মার্চ ধরে ঢাকার সেহেরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৫ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে। সময়সূচি অনুযায়ী, আগামী ১২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সেহরির শেষ সময় ভোররাত ৪টা ৫১ মিনিট ও ইফতারির সময় ৬টা ১০ মিনিট।


তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে ৯ মিনিট যোগ করে এবং ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সেহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে।

আরও পড়ুন: নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২...

সতর্কতামূলকভাবে সেহরি শেষ হওয়ার ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।

অনলাইন ডেস্ক