জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার শ্রদ্ধা

 অনলাইন ডেস্ক    ১২ জানুয়ারী, ২০২৪ ১২:২৩:০০নিউজটি দেখা হয়েছে মোট 13 বার

নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আজ শুক্রবার (১২ জানুয়ারি) বেলা ১১টার সময় সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার ৩৯ সদস্য শ্রদ্ধা নিবেদন করেন।

এর আগে রীতি মেনে ধানমন্ডি ৩২ নম্বরে শুরুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর মন্ত্রিপরিষদের বাকি ৩৬ জন সদস্য জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানান।


আরও পড়ুন: জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা...

যদিও সকাল ১০টার সময় শ্রদ্ধা নিবেদনের পূর্ব নির্ধারিত সময় থাকলেও বেশ কয়েক ঘণ্টা আগে থেকেই ৩২ নম্বরে চলে আসেন মন্ত্রিসভার সদস্যরা।


এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করবে নতুন মন্ত্রিসভা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার সময় বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। নতুন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

অনলাইন ডেস্ক