সব বাহিনীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

 মোঃ নাঈম মাহমুদ     ৪ আগষ্ট, ২০২৪ ১০:৪৭:০০নিউজটি দেখা হয়েছে মোট 7 বার

ঢাকা জেলা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলার পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে। আগামীকাল রবিবার হতে সকাল ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা প্রশাসক আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করে কারফিউ বিষয়ের সিদ্ধান্ত নেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ছাত্রদের দাবিতে রংপুরে ইউনিভার্সিটি সামনে হত্যায় ২ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে। তিনি জানান, খুলনায় এক পুলিশ সদস্যকে আন্দোলনকারীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে তারপর ও পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে।

ছাত্রদের দাবির প্রেক্ষিতে মোট ১৩৪ জন এইচএসসি পরীক্ষার্থীদের এবং সাধারণ ছাত্রকে জামিন দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রদের সকল দাবি মেনে নেয়ার হয়েছে_ তাদের আন্দোলন তুলে নিয়ে, সবাইকে তাদের লেখাপড়ায় ফিরে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।  এরপর ও যদি তাদের আর কোন দাবি দাওয়া থাকে তাহলে প্রধানমন্ত্রীর দরজা খোলা আছে।

পদ ছাড়ার বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করে দেশের জন্য আমাদের পদ ছাড়তে হবে আমরা সব সময় প্রস্তুত।

মোঃ নাঈম মাহমুদ