মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ৪ নভেম্বার, ২০২৩ ১৭:৪৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার দুপুরে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী আগারগাঁও রেলস্টেশন থেকে সফরসঙ্গীদের নিয়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করেন। তার সঙ্গে ছিলেন ২০০ জন আমন্ত্রিত অতিথি।

আগামীকাল রোববার থেকে এটি সর্বসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। প্রথমে তিনটি স্টেশন চালুর মাধ্যমে এ অংশের মেট্রোরেল চলাচল শুরু হবে। সেই স্টেশন গুলো হলো- মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট।

আরও পড়ুন: মেট্রোরেলে চড়ে মতিঝিল যাবেন প্রধানমন্ত্রী...

মতিঝিল অংশে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ট্রেন চলাচল করবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।

বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু হয়।

অনলাইন ডেস্ক