আজ (১৮জুন) বিশ্ব বাবা দিবস

 নিজস্ব প্রতিবেদক    ১৮ জুন, ২০২৩ ১২:২৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 61 বার

প্রতি বছর জুন মাসের তৃতীয় রোববার আজকের এই দিনটি বিশ্ব বাবা দিবস হিসেবে পালন করেন বিশ্ববাসীরা। বাবার সাথে সন্দুর সময় কাটানোসহ নানা উৎসাহ মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়।

আজকের এই দিনটি বাবাদের জন্য স্পেশাল দিন। তবে দিবসটি কাউকে কাঁদায়, কাউকে আনন্দ দেয়। যাদের বাবা বেঁচে আছেন বুকে জড়িয়ে ভালোবাসা নিতে পারেন ও দিতে পারেন।

প্রতিটি মানুষের জীবনে তাদের মা-বাবাই সবচেয়ে আপনজন। তাদের ভালোবাসায় বেড়ে ওঠে সন্তানেরা।


উপমহাদেশে দেখা যায়, বাবার সঙ্গে কিছুটা দূরত্ব থাকে সন্তনাদের। কিন্তু তাই বলে বাবার ভালোবাসা কম নয়। তিনি তার সারাটি জীবন ব্যয় করেন সন্তানদের পেছনে, পরিবারের পেছনে। সেই কৃতজ্ঞতা প্রকাশ করতেই আজ বিশ্বের ১১১টি দেশে পালিত হয় বাবা দিবস।

আরো পড়ুন: মেহেরপুরের কৃতি সন্তান জাহাঙ্গীর আলমের পিএইচডি ডিগ্রি অর্জন...

বাবা দিবস উপলক্ষে আপনার বাবার জন্য রেস্তোরাঁ থেকে খাবার কিনে আনিয়ে খাওয়াতে পারেন।


বাবা হয়তো বলে উঠবে, টাকা খরচ করার দরকার নেই। তবু সন্তান যদি বাবার প্রিয় খাবার ও প্রিয় জামা-কাপড় কিনে এনে হাতে তুলে দেন তখন আনন্দে বাবার চোখের জল পড়বে।

যাদের বাবা নেই তারা প্রার্থনা করেন। নানা ভাবে স্মরণ করেন বাবার সুখস্মৃতি।

নিজস্ব প্রতিবেদক