জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে চীন যাচ্ছেন না প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ২৯ মে, ২০২৩ ১৮:২৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 8 বার

বেইজিংয়ে জাতিসংঘ অধিবেশনে যোগ দেয়ার জন্য চীন সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২৯মে) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনের পাইলট প্রকল্পটির অনিশ্চয়তা রয়েছে। এ বিষয়ে মিয়ানমারের আন্তরিকতার ঘাটতি দেখা দিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রীর অভিযোগ, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কথা ছিলো বিশ্বের বিভিন্ন দেশের। কিন্তু কানাডা ছাড়া অন্য কোন দেশ রোহিঙ্গাদের আশ্রয় নেয়নি।

তবে প্রত্যাবাসনের বিষয়ে চীনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বাংলাদেশের ইলেকশন মনিটরিং ফোরাম দেশে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিশ্বের বিভিন্ন দেশের পর্যবেক্ষকদের আমন্ত্রণের জন্য সরকারের সহযোহিতা চেয়েছেন।

অনলাইন ডেস্ক