সুন্দরবনে ২০২৩-২৪ সালে বাঘের সংখ্যা বেড়ে ১২৫টিতে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। এছাড়া, সারা পৃথিবীতে এখন বাঘের সংখ্যা ৩ হাজার ৮৪০টি। আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সচিবালয়ে সুন্দরবনে বাঘ জরিপ ২০২৪-এর ফলাফল ঘোষণা উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়।
এতে বলা হয়, বাংলাদেশে ২০২৩-২৪ সালে বাঘ শনাক্ত করা হয়েছে ১২৫টি। ১০০ বর্গমিটারে বাঘের ঘনত্ব ২.৬৪। এর আগে, ২০১৫ সালের বাঘশুমারি অনুযায়ী, সুন্দরবনে বাঘ ছিল ১০৬টি। ২০১৮ সালের শুমারির তথ্য অনুযায়ী, বাঘের সংখ্যা ছিল ১১৪টি।
আগের বছরের চেয়ে ২০২৪ শুমারিতে বাঘের সংখ্যা বেড়েছে ১১টি। জরিপ থেকে জানা যায়, ২০১৮-এর তুলনায় ২০২৪ শুমারিতে বাঘ বেড়েছে ৯.৬৫ শতাংশ।
আরও পড়ুন: মেহেরপুরে পূজা মন্ডপে ২৪২ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন...
এছাড়া, ২০১৫-এর তুলনায় ২০২৪ শুমারিতে বাঘ বেড়েছে ১৭.৯২ শতাংশ। এবারের জরিপে ২১টি বাঘ-শাবকের ছবি পাওয়া গেছে।
২০১৪ ও ২০১৮ শুমারিতে মাত্র ৫টি বাঘ-শাবকের ছবি পাওয়া গিয়েছিল। এবার বাঘ জরিপে ৩ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে বলেও জানায় পরিবেশ ও বন মন্ত্রণালয়।
অনলাইন ডেস্ক