ঈদের ছুটি একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে

 অনলাইন ডেস্ক    ১৯ জুন, ২০২৩ ১৭:১৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 43 বার

আগামী ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত ঈদের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। আজ সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে।

পবিত্র ঈদুল আজহার ছুটি এক দিন বাড়ানোর সুপারিশ করেছিল আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। সরকারি ফোরামের সুপারিশের পাশাপাশি বেসরকারি ফোরাম যাত্রী কল্যাণ সমিতিও একদিন ছুটি বাড়ানোর দাবি জানিয়েছিল।

২০২৩ সালে দেশে যে ছুটির তালিকা রয়েছে তা অনুযায়ীস এবারের ঈদের সরকারি ছুটি ২৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত।

চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ২৯ জুন। ফলে ঈদের সাধারণ ছুটি পড়বে চারদিন এবং আর একদিন বাড়ানো হলে সাপ্তাহিক ছুটিসহ তা পাঁচ দিন হবে।

অনলাইন ডেস্ক