সংসদে স্বতন্ত্রদের ভূমিকা ঠিক করে দেবেন চিফ হুইপ

 অনলাইন ডেস্ক    ২৯ জানুয়ারী, ২০২৪ ১৩:৪৪:০০নিউজটি দেখা হয়েছে মোট 18 বার

স্বতন্ত্র এমপিদের কোনো জোট হবে না। সংসদে তারা স্বতন্ত্রই থাকবেন। সংসদে তাদের মূল ভূমিকা কি থাকবে, তা চিপ হুইপ জানিয়ে দেবেন। তবে তারা সরকারের গঠনমূলক সমালোচনা করতে পারবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে রবিবার সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদের ৬২জন স্বতন্ত্র এমপিদের এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি তাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন।

প্রায় দুইঘণ্টা তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।


যদিও দেশের ইতিহাসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই প্রথম ৬২ জন স্বতন্ত্র এমপি প্রার্থী বিজয়ী হন। তাদের মধ্যে ৫৮জন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

তবে সব জল্পনা-কল্পনা উড়িয়ে অবশেষে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী দলের নেতা ও আনিসুল ইসলাম মাহমুদকে উপনেতা করে গতকাল প্রজ্ঞাপন জারি করেন সংসদ সচিবালয়।

এদিকে স্বতন্ত্ররা স্বতন্ত্র এমপি হিসেবেই সংসদে থাকবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি আরও বলেন, নতুন পরিচয় নিতে চান না স্বতন্ত্র এমপিরা। তারা আওয়ামী লীগের হয়েই থাকতে চান। তাই তারা বিরোধী না হয়ে, স্বতন্ত্র এমপি হিসেবেই সংসদে থাকবেন বলে জানিয়েছেন।

অনলাইন ডেস্ক