রোববার যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১৬ সেপ্টেম্বার, ২০২৩ ১৭:১১:০০নিউজটি দেখা হয়েছে মোট 22 বার

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে অংশ নিতে আগামী রবিবার (১৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণমাধ্যমকে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ২২ সেপ্টেম্বর বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বক্তব্য তিনি তুলে ধরবেন বাংলাদেশের উন্নয়ন, স্বাস্থ্যখাতে সফল্য ইত্যাদি বিষয়ে।

আরও পড়ুন: ঢাকায় এসে পৌছিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট...

তিনি আরও বলেন, জাতিসংঘ মহাসচিব, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, ডেনমার্কের প্রধানমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হবেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাম্ব্যাসেডর-অ্যাট-লার্জ খুরশীদ এ. চৌধূরী ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

অনলাইন ডেস্ক