শিক্ষার্থী হত্যাকাণ্ডে জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী

 অনলাইন ডেস্ক    ১৮ জুলাই, ২০২৪ ১০:৩৯:০০নিউজটি দেখা হয়েছে মোট 9 বার

কোটা সংস্কার নিয়ে আন্দোলনে শিক্ষার্থীদের হত্যাকণ্ডের সঙ্গে জড়িতদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৭ জুলাই) জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি।

শেখ হাসিনা বলেন, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সরকার ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে। ছাত্রদের নিরাপত্তায় পুলিশ সহযোগিতা করেছে। স্মারকলিপি দিতে ছাত্রদের সুযোগ করে দেয়া হয়।

তিনি বলেন, কিন্তু পরিতাপের বিষয় হলো, কিছু মহল আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল।

আপনজন হানারোর কষ্ট আমার চেয়ে আর কে জানে? আমি এ হত্যাকাণ্ডের নিন্দা জানিই। যা ঘটেছে তা কাম্য ছিল না। যারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

অনলাইন ডেস্ক