প্রধানমন্ত্রী ব্রাসেলস সফরে যাচ্ছেন মঙ্গলবার

 অনলাইন ডেস্ক    ২৩ অক্টোবার, ২০২৩ ১৭:৫৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 33 বার

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ভন ডার লিয়েনের আমন্ত্রণে তিন দিনের সফরে আগামীকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইউরোপীয় কমিশনের উদ্যোগে আয়োজিত গ্লোবাল গেটওয়ে ফোরামের প্রথম সম্মেলনে তিনি অংশগ্রহণ করবেন।

ফোরামের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া বৈঠকে অংশ নেওয়ার ফাঁকে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন: সংসদের শেষ অধিবেশন বসছে আগামীকাল...

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্রাসেলসে যাওয়ার বিষয়টি গত রোববার এক সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাবেন, পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা, তথ্য ও সম্প্রচারমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনলাইন ডেস্ক