ইন্দোনেশিয়া উদ্দেশে ঢাকা ছাড়লেন রাষ্ট্রপতি

 অনলাইন ডেস্ক    ৪ সেপ্টেম্বার, ২০২৩ ১১:০৫:০০নিউজটি দেখা হয়েছে মোট 12 বার

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এবার ৪৩ তম আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহন করতে ইন্দোনেশিয়ার উদ্দেশে আজ সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল আটটার সময় ভিআইপি এক ফ্লাইটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পরাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমিন রাষ্ট্রপতির এ বিদেশ সফরের বিস্তারিত তথ্য তুলে ধরেন চলতি বছরের (৩১ আগস্ট)।

প্রেস সচিব জয়নাল আবেদিন বলেন, রাষ্ট্রপতি জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) শীর্ষ সম্মেলন এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

আরও পড়ুন: এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, আগামীকাল থেকে চলবে যানবাহন...

তিনি আরও বলেন, চলতি বছরের পাঁচ থেকে সাত সেপ্টেম্বর আসিয়ান শীর্ষ সম্মেলনে অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।

এছাড়াও মালয়েশিয়া, পূর্ব তিমুর সহ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা হবে তার।

অনলাইন ডেস্ক