রাঙামাটির সাজেকে সফর করবেন মহামান্য রাষ্ট্রপতি

 অনলাইন ডেস্ক    ৮ ফেব্রুয়ারী, ২০২৪ ১০:০৬:০০নিউজটি দেখা হয়েছে মোট 14 বার

রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেকে আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের সফর করবেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

মেঘমালা পাহাড় দেশের সাজেক উপত্যকা (সাজেক ভ্যালি) আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত।

রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রশাসকের নিকট মহামান্য রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগের প্রটোকল অফিসার মুহাম্মদ মামুনুল হকের স্বাক্ষরিত এক কার্যাদেশে বলা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী শনিবার ১০ ফেব্রুয়ারি ও রবিবার ১২ ফেব্রুয়ারি রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলা সাজেক উপত্যকা সফর করবেন।

আরও পড়ুন: এসএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরী নির্দেশনা...

রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে ওই সময়ে নিরাপত্তা বলয় জোরদার রাখতে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, পুলিশ সুপার মীর আবু তৌহিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, কটেজ ও রিসোর্ট মালিক সমিতির নেতাদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ শামীম হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গত বছরের ২০ থেকে ২২ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির সাজেক সফরের সিডিউল থাকলেও পরে তা ‘অনিবার্য কারণবশত’ সফরটি স্থগিত করা হয়। তবে আগামী ১০ থেকে ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সফরের সিদ্ধান্তের কথা জানিয়েছে সাজেক কটেজ মালিক সমিতি।

অনলাইন ডেস্ক